সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
এক দিন নিখোঁজ থাকার পর পুকুরে থেকে যুবকের দেহ উদ্ধার হল।মৃতর নাম মহিউদ্দিন খাঁ(২৩)।খুন করা হয়েছে বলে দাবি যুবকের পরিবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার ১ নম্বর ব্লকের আমগাছিয়া এলাকায়।পঞ্চায়েত সামনে ফাল্গুনী২ নম্বর প্রজেক্টের পরিত্যক্ত পানা পুকুর থেকে দেহ উদ্ধার হয়।
অভিযোগ সোমবার বার সকালে ছেলেটি বাড়ি থেকে বের হয় কাজে যাবে বলে।সোমবার রাতে বাড়িতে ফেরেনি।পরিবারের লোকজনদের অভিযোগ যে আত্মীয়দের বাড়ি খোঁজা খুঁজি করেছে।কাজের জায়গাই খোঁজখবর করে।সন্ধ্যান মেলেনি যুবকের। প্রজেক্টের মাঠে গরু আনতে গিয়ে দেখে যে পুকুরে কার দেহ ভাসছে।চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে মাঠে ফুটবল খেলা করা বেশ কিছু যুবক।এসে দেখে যে মৃতদেহ ভাসছে।পরে বিষ্ণুপুর থানাই খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে যুবকের মৃত দেহ উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।দেহের কাছে থেকে উদ্ধার ৩ টি মদের গ্লাস ও বোতল উদ্ধার করে মৃত যুবকের সাইকেল।উদ্ধার করে ৪০ ফুট দূরে থেকে।দক্ষিণ আমগাছিয়ার বদ্দি পাড়াই বাসিন্দা মৃত যুবক।যুবকের পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীদের দাবি খুন করে পুকুরের জলে ফেলে রেখে চলে গেছে।
মৃত যুবকের স্ত্রীর দাবি যে তার স্বামী আইসক্রিমেরব্যবসা করতো। কোম্পানির ঘরে থেকে হাজার পাঁচেক টাকা নেই ।দিতে দেরি হওয়াই কোম্পানির লোকজন বাড়িতে এসে মেরে যাই।পাশাপাশি শাসিয়ে যায়। তারাই হয়তো এক সঙ্গে মদ খেয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।বিষ্ণুপুর থানাই খুনের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ।পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে বাইক ও বাসের সংঘর্ষে মৃত ১
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584