তিনদিন পরে উদ্ধার কুলপির পয়লা নম্বরে তলিয়ে যাওয়া শুভঙ্করের দেহ

0
100

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

অবশেষে তিন দিন পর উদ্ধার হল নিখোঁজ শুভঙ্কর নাড়ুয়ার দেহ।কুলপি পয়লা নম্বর ঘাটের দক্ষিনে হারুউড পয়েন্ট কোষ্টাল থানার দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার হয় শুভঙ্করের দেহ।

উদ্ধার হওয়া দেহ।নিজস্ব চিত্র

স্থানীয় মাঝি আকবর আলি মোল্লা ওই দিকে আসার পথে ভেসে থাকা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

উদ্ধারকারী মাঝি আকবর আলি মোল্লা।নিজস্ব চিত্র

গত রবিবার গড়িয়ার ষোলজনের এক পিকনিক দল কুলপি পয়লা নম্বর ঘাটে পিকনিক করতে এসে স্থানীয় বাসিন্দাদের নিষেধ উপেক্ষা করে মদ্যপান করে জলে নামে স্নান করতে।ভরা জোয়ারে পাশ দিয়ে একটি বড় জাহাজ যেতেই স্রোতের টানে ঘটে যায় দুর্ঘটনা।সেদিনই তিন জনের দেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল শুভঙ্করের দেহ।আজ উদ্ধার হয় তার দেহ।এন ডি আর এফের উদ্ধারকারী দল এই তিন দিন ধরে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাই।

শুভঙ্করের পিসি সুমিত্রা মন্ডল।নিজস্ব চিত্র

দেহ চিহ্নিত করেন শুভঙ্করের পিসি সুমিতা মন্ডল।দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়া পিসিও জানাই যে তিনিও নিষেধ করেছিলেন নদীতে নামতে।কিন্তু নিষেধ উপেক্ষায় করায় অকালে ঝরে গেল চারটি তাজা প্রাণ।প্রশ্ন উঠছে এবার কি সচেতন হবে প্রশাসন?

দুর্ঘটনাস্থল থেকে ঢিলা ছোঁড়া দূরত্বে আজও চলল চড়ুইভাতি।নিজস্ব চিত্র

বিনা অনুমতিতে আজও দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চড়ুইভাতির ছবি ধরা পড়ছে নিউজফ্রন্টের প্রতিনিধির ক্যামেরায়।নেই কোন নিরপত্তারক্ষী,সতর্কীকরণ বোর্ড বা মাইক প্রচার।প্রশাসন কবে সজাগ হবে।নাকি চলতেই থাকবে আনন্দের নামে উচ্ছৃংখলতার পরিনামে মৃত্যুর মিছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here