পিয়া গুপ্তা,রায়গঞ্জঃ
শুক্রবারের পর শনিবার আবারও উদ্ধার হল আর একটি মৃতদেহ।উদ্ধার হওয়া মৃতদেহটি পদ্মপুকুরের বাসিন্দা জয়দেব দাসের।
তিনি পেশায় টোটো চালক ছিলেন।তাঁর ভায়ের বিবৃতি থেকে জানা যায় যে,বিকেলে টোটো চালাতে বেরিয়ে আর ফেরেনি দাদা জয়দেব।স্থানীয় বাসিন্দা জানান যে,”নির্বিবাদী ছেলে ছিল জয়দেব,কে কেন তাকে হত্যা করল তদন্ত করে দেখুক পুলিশ।”
ঘটনার প্রকাশ এই যে,শনিবার সকালে রায়গঞ্জ থানার রূপাহার গ্রামের মহিসবাথানের বাসিন্দারা জমিতে কাজ করতে গিয়ে দেখেন সরিষা ক্ষেতে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় এলাকার গ্রামবাসীরা ছুটে আসে।খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।উদ্ধার হওয়া মৃতদেহের পকেট থেকে পাওয়া মোবাইলের সূত্র ধরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়।বার বার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুনঃ শৌচাগারে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584