নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রক্তাক্ত অবস্থায় এক যুবককের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।বুধবার সকালে মালদহের ইংরেজবাজার শহর সংলগ্ন বাগবাড়ি এলাকায় ঘটনা। ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম,শিশির মন্ডল(৩৭)। বাড়ী ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়।পরিবার সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়।তার পর সে আর বাড়ি ফেরে নি।বুধবার ভোরে বাগবাড়ি গ্রামের পাশে ফাঁকা মাঠে প্রাতঃরাশ করতে যান স্থানীয়রা।সেই সময় তারা মাঠের মাঝে দেহটি পড়ে থাকতে দেখে।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইংরেজবাজার থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।মৃত যুবককের মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে।ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠায়।তবে কে বা কারা ওই যুবককে গুলি করে খুন করলো তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।
আরও পড়ুনঃ সাত সকালে হাতির হানায় তছনছ বাসগৃহ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584