গণেশমূর্তি পাওয়া গেল বর্ধমানের পুকুর থেকে

0
141

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান শহরের তারাবাগ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল কালো পাথরের প্রাচীন গণেশ মূর্তি। মূর্তিটি বর্ধমান থানায় রয়েছে।বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি নেওয়ার জন্য আবেদন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মূর্তিটি পাল আমলের এগারো শতকের।পাল রাজাদের ছাপ মূর্তিতে স্পষ্ট।

উদ্ধার হওয়া পাল আমলের গণেশ মূর্তি।নিজস্ব চিত্র

জানা যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ ক্যাম্পস থেকে মাটি কেটে পাশের মোহনবাগান মাঠে ফেলা হচ্ছিল। সেই সময় মাটি কাটতে গিয়ে উদ্ধার হয় মূর্তিটি। ইতিহাস শিক্ষক শুভজিত কর চৌধুরী বলেন, এটি একটি অষ্টভুজ মূর্তি। যার একহাতে রয়েছে পদ্ম। তিনি বলেন, গণেশ খুবই জনপ্রিয় হিন্দু দেবতা। তাঁকে কখনও উপবিষ্ট, আবার কখনও বা দন্ডায়মান অবস্থায় দেখা যায়। বাংলায় প্রাপ্ত নৃত্যরত গণেশ মূর্তি, উপমহাদেশের অন্যান্য স্থানে প্রাপ্ত গণেশ মূর্তি থেকে স্বতন্ত্র।  এগারো শতকে নির্মিত একটি নৃত্যরত অষ্টভুজ গণেশ ভাস্কর্য সংরক্ষিত রয়েছে বার্লিন ভারতীয় শিল্প সংগ্রহশালায়। যা উত্তরবঙ্গ থেকে পাওয়া যায়। দেবমূর্তির আট হাতে অভয় মুদ্রা, অক্ষমালা, পরশু, তাঁর ভগ্ন দন্ত, নৃত্যহস্ত নীলোৎপল, সর্প এবং মোদকভান্ড ধরে আছেন। গো-কর্ণ ও গজ-কর্ণ নামক বাদকদ্বয় ঢোল ও করতাল বাজাচ্ছে এবং মূষিক অভিভূত হয়ে তাঁর প্রভুর নৃত্য উপভোগ করছে। তবে এই ধরনের মূর্তি বর্ধমান অঞ্চলে পাওয়া যায়নি বলে মত ইতিহাস বিশেষজ্ঞদের।

বর্ধমান থানায় এসে মূর্তিটি দেখে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের কিউরেটর রংগনকান্তি জানা। আর্কেলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় থাকবে এই মূর্তি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here