হরষিত সিংহ,মালদহঃ
আবাসনের ছাদ থেকে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে মালদহের ইংরেজবাজার থানার নিমাসড়াই এলাকায় রেলওয়ে ফিরোজশা কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ পড়ুয়ার নাম, সম্রাট ভট্টাচার্য(২২)। কোলকাতা আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র । এদিন সকালে আবাসনের ছাদে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। জলের ট্যাঙ্কের পাইপে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা গিয়েছে, মৃত ছাত্রের বাবা অশোক ভট্টাচার্য একজন আরপিএফ কর্মী। গত কয়েক বছর ধরে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । সেই কারণে সেই চাকরি হওয়ার কথা ছিল সম্রাটের। তারা দুই ভাই। হঠাৎ করে এমন ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তবে আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584