পিয়ালী দাস,বীরভূমঃ
গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার,গৃহবধূর বাড়ির তরফে পনের দাবির অভিযোগ তোলা হয়েছে,অভিযোগ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার দেরপুর গ্রামে।
পরিবার সুত্রে খবর, রামপুরহাটের গুই পাড়ার মেয়ে রুপালি দাসের সাথে মাত্র ৪ মাস আগে বিয়ে হয় সাঁইথিয়া থানার দেরপুর গ্রামের বাসিন্দা তুষারকান্তি দাসের।গত রাতে ওই গৃহবধূ রুপালি দাসের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা অন্য জনের ফোনে জানতে পারে গৃহবধূর বাবার বাড়ির পরিবারের লোকজন।
ঘটনা জানার পর তারা আজ সকালে চড়াও হয় জামাইয়ের বাড়িতে।মেয়ের বাড়ির তরফ থেকে জামাইয়ের বাড়িতে ভাঙচুরও চালানো।পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগের ভিত্তিতে সাঁইথিয়া থানার পুলিশ তুষারকান্তি দাস ও তার বাবা মাকে আটক করেছে।
মেয়ের বাড়ির তরফে অভিযোগ করা হয়েছে, জামাইয়ের একটি বাড়ি তৈরি হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার। কিছুদিন আগেই জামাইয়ের বাড়ির তরফে ১০ থেকে ১২ হাজার টাকা চাওয়া হয়।কিন্তু সামনে পূজো ও অন্যান্য অসুবিধার জন্য এই মুহূর্তে টাকা দিতে পারিনি। সেকারনেই অশান্তির জেরেই হয়তো আমার মেয়ের এই পরিণতি।
ছেলের বাড়ির তরফ থেকে এবিষয়ে এখনো কোনো কথায় বলা হয়নি।কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এক জায়গাতেই, মাত্র চার মাস আগে হওয়া এই বিয়ে,আর তার মধ্যেই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। পণের চাপ সামাল দিতে না পেরেই কি এমন পরিণতির শিকার হতে হলো সদ্য বিবাহিত গৃহবধূকে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ভূমিকম্পের বলি এক যুবক,শোকের ছায়া এলাকায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584