পিয়ালী দাস, বীরভূমঃ
টানা ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল সাত বছরের পিউ -এর মৃতদেহ। মালিডিহা গ্রামের বাইরে থাকা একটা পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যতা দেখা দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও এখনও পর্যন্ত দেহ উদ্ধার করতে দেয়নি স্থানীয়রা । তাদের দাবি পুলিশ কুকুর এনে উচ্চ তদন্ত হলে তবেই দেহ তোলা যাবে।
ঘটনার সূত্রপাত, মহম্মদ বাজারের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের মালডিহা গ্রামে। শনিবার সন্ধ্যা সাতটা থেকে খূঁজে পাওয়া যাচ্ছিল না বছর সাতের পিউ বাগদিকে। পিউ এর বাড়ি মহম্মদ বাজার ব্লকের সেকেড্ডা পঞ্চায়েতের দ্বারকোটা গ্রামে। কালীপুজো দেখার জন্য তার বাবা হলধর বাগদি ও মা আশা বাগদির সাথে মামার বাড়ি মালডিহা গ্রামে এসেছিল সে । তারপর হঠাৎ নিখোঁজ হয় সে । অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিস না পাওয়ায় মহম্মদ বাজার থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশও এসেছিল এবং খোঁজাখুঁজিও শুরু হয়েছিল, কিন্তু মেলেনি কোনো খোঁজ। এই নিয়ে মহম্মদ বাজার থানায় নিখোঁজের লিখিত অভিযোগও করা হয়েছিল গত রবিবার। কিন্তু কোথাও কোন রকম খোঁজ মেলেনি ওই ৭ বছরের ছোট্ট মেয়েটির।
অবশেষে আজ সকালে যখন গ্রামবাসীরা গ্রামের বাইরে থাকা ঐ পুকুরটিতে নিজেদের কাজ কর্ম করতে আসে তখন হঠাৎ চোখে পড়ে একটি দেহ ভাসছে। কাছে যেতেই বুঝতে পারে এই দেহটি নিখোঁজ থাকা ওই ৭ বছরের ছোট্ট বালিকা পিউ-এর।
দেহ দেখতে পেয়েই তারা দ্রুত পিউ-এর বাড়িতে এবং মহম্মদ বাজার থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী পৌঁছালেও স্থানীয় বাসিন্দারা এখনও দেহ উদ্ধার করতে দেননি। তাদের বক্তব্য পুলিশকে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করতে হবে তবে দেহ তোলা যাবে।
পিউ-এর হঠাৎ করে এভাবে পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে রহস্যের দানা বেঁধেছে গ্রামবাসীদের মনে। তাদের দাবি, আজ ছয় দিন ধরে নিখোঁজ থাকা সত্ত্বেও এর আগে কোনদিন পিউ-এর দেহ দেখতে পাওয়া গেল না, অথচ আজই কেন হঠাৎ করেই তার দেহ চোখে পড়লো ।গ্রামবাসীদের মধ্যে এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। যে পুকুরে পিউ-এর মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে সেই পুকুরেই প্রতিনিয়ত গ্রামবাসীরা আসেন তাদের নানা কাজকর্ম করতে।
আরও পড়ুনঃ বারবার বিদ্যালয়ে চুরির ঘটনায় জেরবার মোহনপুর হাইস্কুল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584