পিয়ালী দাস, বীরভূমঃ
দু’দিন ধরে ঝোপের মধ্যে পড়ে থাকলো পরিচয়হীন সদ্যোজাত কন্যা সন্তান।
এমনই অমানবিক ঘটনা ঘটেছে সিউড়ির নুরাই পাড়ায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত দুদিন ধরে একটি ঝোপের মধ্যে থেকে তারা কান্নার আওয়াজ পাচ্ছিলো কিন্তু বুঝতে পারছিলেন না এটা বাচ্চার কান্নার আওয়াজ নাকি অন্য কিছু।আজ সকাল থেকে ফের কান্নার আওয়াজ শুনতে পায় তারা।এরপর সদলবলে এগিয়ে যাই ঝোপেরটির দিকে।ঝোপের কাছে যেতেই চক্ষুচড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। ঝোপের আগাছা সরাতেই বেরিয়ে পরে ফুটফুটে এক দুধের শিশু।গত দু’দিন ধরে ঝোপের মধ্যে পড়েছিল শিশুটি,কিন্তু যখন স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দেখতে পেল তখন প্রায় অর্ধমৃত ।সারা গায় বাসা বেধেছে বিভিন্ন পোকা ও মশা, মাছি দল।জন্মানোর পর থেকেই মায়ের দুধ জোটেনি সদ্যোজাত।তার ওপর পোকামাকড়ের আক্রমণ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই চরম অমানবিকতার শিকার শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার জন্যই।যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যা সন্তানের জন্য এত কিছু প্রকল্প এনেছে রাজ্যের মানুষের কাছে,ঠিক তখনই বীরভূমের সদর শহর সিউড়িতে এহেন ঘটনায় লজ্জায় মাথা হেঁট করছে সকলের। একটা জিনিস খুবই কষ্ট বাচ্চাটার জন্ম হাসপাতলে হয়নি, ঠিক সেই জায়গাতেই জন্ম হয়েছে যেখানে পড়ে রয়েছে সদ্যোজাতটি ।
কারণ বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের শরীর থেকে যে সমস্ত জিনিস নির্গত হয় সেই সমস্ত কিছুই পড়ে রয়েছে সেখানেই।আর এই সমস্ত কিছু দেখে অনেকেই মনে করছে এটা কোন বিবাহিত মহিলার সন্তান নয় ,এটা তারই কোন অবিবাহিত মহিলার কাজ।এই ঘটনা জানা জানি হতেই খবর দেওয়া হয় সিউড়ি থানায়,পুলিশ গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেছে।একদিকে চরম থেকে চরমতম অন্যায়, বর্বরতা।অন্যদিকে কে এই মহিলা যে নিজের সন্তানকে জন্ম দেওয়ার পর এইভাবে ফেলে যেতে পারে।দুদিনের কান্নাতেও হুঁশ ফেরেনি সে মায়ের ! সবকিছু মিলিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।ঘটনার যথাযথ তদন্তের দাবি করছে এলাকার বাসিন্দারা।
আরো পড়ুনঃ স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশুকন্যা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584