নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
স্কুলে নতুন শৌচাগার তৈরির জন্য মাটি খোঁড়ার সময় পাওয়া গেল এক নর কঙ্কাল।যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুরে ভুবনকালুয়ায়।শ্রীরামপুর ভুবনকালুয়া প্রাথমিক স্কুলের সংস্কার ও শৌচাগারের কাজ চলছিল।সেই সময় মাটি খুঁড়তেই বের হল এক নর কঙ্কাল।
বুধবার সকাল থেকে কয়েকজন শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিল।সকাল ৯ টা নাগাদ এক শ্রমিকের কোদালে উঠে আসে নর মুন্ডু।এর পর মাটি খুড়তে বেরিয়ে এলো কাঙ্কালের হাড়গোর।যা দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসে স্থানিয় মানুষজন।খবর দেওয়া হয় তমলুক থানায়।পুলিশ হাড় গুলো উদ্ধার করে। স্থানিয়দের দাবি কার দেহ, কি ভাবে এখানে এলো, কত দিনের দেহ তা তদন্ত করুক প্রশাসন।পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি এলাকার ভৌগলিক পরিবেশ জানার চেস্টা করছে।হাড়গুলো ফরেনসিকে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ প্রবীণ স্বাধীনতা সংগ্রামী মনীন্দ্র নাথ রায়ের অন্তিম যাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584