মনিরুল হক, কোচবিহারঃ
বিশাল একটি গোখরো সাপ উদ্ধার হল মাথাভাঙ্গার পচাগড় এলাকায়। আজ পচাগড় এলাকার বাসিন্দা সাংবাদিক কাজল রায়ের বাড়ি থেকে গোখরো সাপটি উদ্ধার হয়। সাপটি প্রায় সাড়ে ৫ ফুট লম্বা। বন দপ্তরের নির্দেশে মফিজুল বাজিগর একটি মোটা পাইপের থেকে সাপটিকে উদ্ধার করে। সাপটিকে বশে আনতে কিছুটা বেগ পেতে হয় তাকে। এদিন সাপ ধরার সময় স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমায়। উদ্ধার কারীর মতে, সাপটি মহিলা। কিছুদিন আগে ডিম পেড়েছে।
ডিম ফুটে বাচ্চাও হয়ে গিয়েছে। তাই সাপটি ভীষণ তেজী। উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের নির্দেশ অনুযায়ী জঙ্গলে ছাড়া হবে বলে জানা গিয়েছে।
মফিজুল বাজিগর বলেন, “এখানে একটি গোখরো উদ্ধার করলাম। ৫ ফুটের বেশি দীর্ঘ সাপটি। আমরা সাপুড়িয়া। এখন সাপ ধরা, খেলা দেখানো আইনত নিষিদ্ধ। আমরা এখন সাপ ধরে নিয়ে যাই না। আমি বন দপ্তরের হয়ে কয়েকটি রেঞ্জের সাপ ধরার কাজ করে থাকি। সাপ উদ্ধার করে বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে ছেড়ে দেই। আজকে এই সাপটি ভীষণ রাগি সাপ। এটা একটা মহিলা সাপ। কিছুদিন আগে ডিম দিয়েছে। তাই রাগ বেশি।”
আরও পড়ুনঃ আইটিআই কলেজের প্রিন্সিপালের রুমে মদ্যপানের আসর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584