নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে প্রতি বছর রাস পূর্ণিমাতে জ্যোতির্ময় লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লোকনাথ বাবার পূজার অনুষ্ঠান হয়ে থাকে। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে চলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানও ।
এই লোকনাথ পূজা উপলক্ষে প্রতিবছর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকনাথ ভক্ত এই মন্দিরে উপস্থিত হন ।কিন্তু এই বছর কোভিড পরিস্থিতিতে মন্দির কর্তৃপক্ষ আজ সরকারি নির্দেশিকা মেনে যজ্ঞ অনুষ্ঠান ও পূজা সম্পন্ন করল।
মন্দিরে কোনরূপ বহিরাগত ভক্তদের প্রবেশ এই বছর নিষিদ্ধ ছিল। শুধুমাত্র মন্দির কমিটির লোকেরা স্বল্প আয়োজনে বাবার পূজা সম্পন্ন করলেন।
আরও পড়ুনঃ হাসিমারায় গুরু নানকের জন্মদিবস উদযাপন
যাতে কোনোভাবেই এই মন্দির থেকে করোনার সংক্রমণ না ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের সভাপতি অজয় ঘোষ জানালেন, করোনা সংক্রমণের কারণে এ বছর তারা ছোট করে বাবার পূজা সাড়ছেন ।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে রাস উৎসবের উদ্বোধনে খোল বাজালেন শুভেন্দু
আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার পূর্বের মতো বাবার পূজা করবেন বলে অজয় বাবু জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584