‘ চোখের আলো ‘ প্রকল্পের সূচনা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে

0
148

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ‘চোখের আলো’ প্রকল্পের শুভ সূচনা করা হল।

choker alo | newsfront.co
‘চোখের আলো’ প্রকল্পের সূচনা ৷ নিজস্ব চিত্র

এদিন দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে একটি অস্থায়ী তাবু খাটিয়ে ‘চোখের আলো’ প্রকল্পের শুভ সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, ডেপুটি সিএমওএইচ টু রমেশ কিস্কু সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। প্রথম দিনেই ‘চোখের আলো’ প্রকল্পের সুবিধা নিতে একাধিক রোগী বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আসেন।

আরও পড়ুনঃ ফালাকাটায় মুখ্যমন্ত্রীর জন্মদিবস উদযাপন

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন চোখের আলো প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চোখের সমস্যা রয়েছে এমন রোগীদের চিকিৎসা করা হবে। এবং প্রয়োজনে রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে।

আজ জেলা হাসপাতালে এই শিবিরের সূচনা করা হয়।আগামীকাল গঙ্গারামপুর হাসপাতাল এবং তারপরে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় এই শিবির অনুষ্ঠিত হবে বলে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here