সজিবুল ইসলাম,মুর্শিদাবাদ:
নামাজিদের কথা মাথায় রেখে গ্রামের মধ্যে নতুন করে জুম্মা মসজিদ তৈরির কাজ শুরু হলো দোয়ার মধ্যে দিয়ে। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের চোয়াপাড়া অঞ্চলের সরকার পাড়া গ্রামের নামুপাড়া গ্রামে এত দিন পর্যন্ত কোনো জুম্মা মসজিদ ছিল না। তাই নামুপাড়ার মুসলিমদের জুম্মার নামাজ পড়ার জন্য সরকারপাড়ার জুম্মা মসজিদে যেতে হত। গ্রামের বয়স্ক মুসলিমদের সুবিধার্থে গ্রামের মুসলিম সমাজের উদ্যোগে নতুন জুম্মা মসজিদ তৈরির উদ্যোগ নেয়। সেই মত গ্রামের মধ্যে প্রায় ১০ কাঠা জমি কিনে জুম্মা মসজিদ তৈরির কাজ শুরু করলেন এদিন মাওলানা আনারুল ইসলাম আল ক্কাদেরীর দোয়ার মাধ্যমে।
এদিন দোয়ায় সামিল হন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাকিবুল ইসলাম রকি সহ অঞ্চল সভাপতি রনি মন্ডল ও গ্রামের মুসলিম ব্যক্তিরা।
দোয়ার পরে ভিত কাটা শুরু করেন। ব্যক্তি অর্থ থেকে মসজিদকে আর্থিক ভাবে সাহায্য সহ মসজিদের টিয়াবাইল বসিয়ে দেওয়ার কথা দেন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম। নতুন জুম্মা মসজিদ তৈরিতে খুশি নামুপাড়ার নামাজিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584