মনিরুল হক,কোচবিহারঃ
নাটাবাড়ি বালিকা বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হল রবিবার।নাটাবাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী মেনে শিক্ষা দফতর আগেই এই বিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল।বিদ্যালয়ের গৃহ নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বরাদ্দ করে ২ কোটি ৭৩ লক্ষ টাকা।
আজ ঐ বালিকা বিদ্যালয়ের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবিন্দ্র নাথ ঘোষ।এলাকায় বালিকা বিদ্যালয়ের কাজ শুরু হওয়ায় খুশীর হাওয়া নাটাবাড়িতে।একটি উচ্চ বিদ্যালয় থাকলেও দীর্ঘ দিন ধরে এলাকার মানুষ একটি বালিকা বিদ্যালয়ের দাবী জানিয়ে আসছিলেন।
আজ বিদ্যালয়ের কাজের সূচনা করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবিন্দ্র নাথ ঘোষ বলেন,”এলাকার মানুষের দাবী মেনে মা মাটির সরকার নাটাবাড়িতে বালিকা বিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন।আজ থেকে তার কাজ শুরু হল। বিদ্যালয় নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।” বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হলে নাটাবাড়ি হাইস্কুলের পড়ুয়াদের চাপ আনেক টা কমে যাবে।পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও ভালো ভাবে পড়াশুনা করতে পারবে।
আরও পড়ুনঃ শহীদ ক্ষুদিরাম কলেজের ত্রিতল ভবনের নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584