ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
মারা গেলেন দেশের শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ব্যাঙ্গালোরের আল আমীন এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ডঃ মুমতাজ আহমেদ খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৩৫ সালে তামিলনাডুর ত্রিচি শহরে জন্মে ছিলেন তিনি।
১৯৬৩ সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেন এবং স্টেনলে মেডিক্যাল কলেজ থেকে এমএস করেন। ১৯৬৫ সালে ব্যাঙ্গালোর চলে যান তিনি সেখানে আল আমীন এডুকেশন সোসাইটির মাধ্যমে মুসলিমদের মধ্যে শিক্ষার বিস্তারে শিক্ষা আন্দোলন শুরু করেন যা পরে আল আমীন আন্দোলন বলে পরিচিত হয়।আল আমীন এডুকেশনাল ট্রাস্ট গঠন করেন তিনি। যার মধ্যে রয়েছে কলেজ অফ ফার্মেসি, ল’ কলেজ, ডিগ্রি কলেজও।
আরও পড়ুনঃ করোনায় বাবা-মা হারা শিশুদের পড়াশোনার দায়িত্ব নিল কেরল সরকার
এছাড়া তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ পদেও অধিষ্ঠিত ছিলেন।ডঃ মুমতাজ আহমেদ খান শিক্ষার বিস্তারে অবদানের জন্য বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তাকে সম্মান জানাতে বিভিন্ন রাজ্যে চালু হয় ‘ডঃ মুমতাজ আহমেদ খান অ্যাওয়ার্ড’। মহান এই ব্যক্তির মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584