নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
নিষিদ্ধ মাদক পাচার করার সময় চার দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার রাতে হাবরা থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গুমা-বদর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম শ্যামল দাস(৪০), সুমন দাস(৪৫), সুশান্ত বিশ্বাস( ৪২) ও গৌর দেবনাথ(৪০)। বুধবার তাদের বারাসত আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে শ্যামল ওরফে হাতকাটা শ্যামলের নামে আগেও বিভিন্ন খুন ও ডাকাতির অভিযোগ রয়েছে। এ দিন শ্যামল সহ আরও তিন কুখ্যাত দুষ্কৃতীদেরও আটক করা হয়। তাদের একটি চারচাকা গাড়িও আটক করে পুলিশ।
আরও পড়ুনঃ পথ অবরোধ করে বিজেপির বিক্ষোভ রায়গঞ্জে
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,হাবড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে বদর-গুমা রোড ধরে একটি চার চাকার গাড়ি করে বদরের উদ্দেশ্যে চার দুষ্কৃতী নিষিদ্ধ তরল মাদক বিক্রির উদ্দেশ্যে আসছে।
সেই মতো হাবড়া থানার পুলিশ বদর বাজারের কাছে নির্দিষ্ট রঙের গাড়িটি ও গাড়ির মধ্যে থাকা চার ব্যক্তিকে আটক করে। পরে গাড়ি তল্লাশি চালালে গাড়িতে থাকা প্লাষ্টিকের কন্টেনার ভর্তি দশ লিটার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584