মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কয়লা পাচার কাণ্ডে লালার চার সঙ্গীকে গ্রেফতার করল সিবিআই। এটাই কয়লা পাচার কাণ্ডে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথম গ্রেফতারি। সিবিআই সূত্রে খবর, ধৃত চারজন ব্যক্তিই অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। চারজনকেই আগে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোমবার নিজাম প্যালেসে ফের তলব করা হয় ওই চার কয়লা মাফিয়াকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর ওই চারজনকে গ্রেফতার করে সিবিআই।
ধৃতদের নাম নীরদ মণ্ডল, নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল ও গুরুপদ মাজি। অভিযোগ, এই চারজন লালার কয়লা ব্যবসার সিন্ডিকেটের দেখাশোনা করত। এঁদের হাত ঘুরেই পাচার হওয়া কয়লার মোটা অঙ্কের টাকা পৌঁছত একাধিক প্রভাবশালীর কাছে।
সিবিআই সূত্রে জানা যায়, একেবারে গোড়া থেকে এই কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করতে চাইছে তারা। সেই কারণেই কিছুদিন আগে কয়লা পাচারচক্রের মাথা অনুপ মাজি ওরফে লালার শ্বশুরবাড়িতে হানা দেন সিবিআই গোয়েন্দারা। সেখান থেকেই মেলে একাধিক নথিপত্র। ধৃত চার কয়লা মাফিয়ার নামও পাওয়া যায় উদ্ধার হওয়া ওই নথি থেকে।
আরও পড়ুনঃ ভবানীপুরে প্রচারের শেষ লগ্নে ধুন্ধুমার, দিলীপ ঘোষকে গো ব্যাক-জয় বাংলা স্লোগান
সেই তথ্যের ভিত্তিতে ধৃত জয়দেব মণ্ডলের আসানসোলের বাড়িতে তল্লাশি চালান সিবিআইয়ের আধিকারিকরা। এরপর কলকাতা, বাঁকুড়া-সহ বহু জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। লালার হাত ধরেই উঠে আসে গুরুপদ মাজি।পুরুলিয়ার সাঁতুড়ি বলিতোড়ায় লালা ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়ি ও অফিস সমেত চার জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুনঃ আইকোর চিটফান্ড মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে আজই তলব সিবিআই-এর
এরপর একাধিকবার তল্লাশি চালানোর পর সোমবার একে একে নারায়ণ নন্দ, গুরুপদ মাজি, নীরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় ওই চার জনকেই গ্রেফতার করে সিবিআই। কয়লা পাচার কাণ্ডে এটিই প্রথম গ্রেফতারি সিবিআইয়ের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584