সিপিএম থেকে বহিস্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

0
153

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:

বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে দলের তরুণ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার সিদ্ধান্ত করা হয়। দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কার করা হল। সিপিএম থেকে বুদ্ধদেব ভট্টাচার্য-ঘনিষ্ঠ এই নেতার নিষ্ক্রমণ এখন স্রেফ কেন্দ্রীয় কমিটির অনুমোদনের অপেক্ষা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমে তিনি অভিযোগ করেন, ‘বিচারের নামে প্রহসন হয়েছে। বিচারের আগেই ফাঁসি দেওয়া হয়েছে তাঁকে।’ তিনি সরাসরি মহম্মদ সেলিমের নাম করে তোপ দাগেন। তারপরই দলবিরোধী মন্তব্যের জেরে তাঁর শাস্তিদান চূড়ান্ত হয়ে যায়। রাজনৈতিক মহল মনে করছিল, ঋতব্রত নিজেই বহিষ্কারের পথ প্রশস্ত করে দিয়েছেন বলেই রাজনৈতিক মহলের দাবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here