নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাজনৈতিক দলের স্টিকার সাঁটিয়ে পোস্তর আঠা পাচার করতে গিয়ে চার জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ি এলাকায়। গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় রাস্তায় নাকা চেকিং চলার সময় এদের গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, একটি ঝাড়খন্ডের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে দুই প্যাকেট পোস্তর আঠা উদ্ধার করা হয়। এরপর পুলিশ ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করে। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের কালো রঙের গাড়িটিকেও। গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি রামচন্দ্র সাহার নেতৃত্বে এই অভিযান চলেছে।
আরও পড়ুনঃ খেজুরিতে ফের বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পুলিশ জানায়, গাড়িটি আসতেই আটক করা হয় চালক সহ চারজনকে। ধৃতরা হল নায়েম আনসারী, ইমতিয়াজ আনসারী, তৌফিক আনসারী এবং প্রদীপ মাহাতো। তাদের প্রত্যেকের বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে। বাড়ি ঝাড়খন্ডের রাঁচি জেলার আনগোরা এলাকায়। উদ্ধার হয়েছে ২ কেজি ৬০০ গ্রাম পোস্তর আঠা। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা সাত দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584