পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ
চলতি বছরে গত দুই মাসেএকের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল বুনিয়াদপুর পৌর এলাকায়। নড়েচড়ে বসেছিল বংশীহারী থানার পুলিশ। অবশেষে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে কুখ্যাত দুই দুষ্কৃতী পাশের জেলা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা। চুরির ঘটনায় বড় কোনও চক্র রয়েছে বলে পুলিশের অনুমান। ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্য দিকে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বংশীহারী থানার পুলিশ।গত দুমাসে বুনিয়াদপুরে মোট ৯টি চুরির ঘটনা ঘটে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। একের পর এক চুরির ঘটনা ঘটলেও একটিরও কিনারা করতে পারেনি পুলিশ। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল এলাকায়। অবশেষে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম পলাশ প্রামাণিক(২৫), বিধান মণ্ডল(২৬), সুকুমার মাহাত(২৩) ও উত্তম মাহাত(২২)। সুকুমার ও উত্তমের বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকায়। পুলিশের অনুমান ধৃতরা বড় কোনও চক্রের সঙ্গে জড়িত। এই চক্রে আরও অনেকে জড়িত বলে অনুমান পুলিশের।
ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
এবিষয়ে বংশীহারী থানার আইসি বিশ্বজিৎ ঘোষ জানান, চুরির ঘটনায় যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে দু’জনের বাড়ি কালিয়াগঞ্জে। তাদের জেরা করা হচ্ছে। চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584