লক্ষাধিক টাকার আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত ৪

0
65

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত ইসলামপুর থানার তেনাচুরা মোড় থেকে রাত্রে চারজনকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিলু সেখ(৪৫), হাসিবুল ইসলাম(৩০), সালাম সেখ(২২), নুর মহম্মদ(২৪)। গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ তেনাচুরা মোড় থেকে তাদের গ্রেফতার করে।

Rescue firearms | newsfront.co
উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র

ধৃতদের কাছ থেকে উদ্ধার করে সাতটি ৭এমএম পিস্তল, ১ টি কারবাইন, ১ টি মাসকেট ও ৮৫ টি ৭ এমএম গুলি। উদ্ধারকৃত অস্ত্রগুলির আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক। সেই সঙ্গে একটি বাইকও হেফাজতে নেওয়া হয়।

Ajit Singh Yadav | newsfront.co
অজিত সিং যাদব, সুপারিন্টেন্ডেন্ট, মুর্শিদাবাদ পুলিশ জেলা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার ফালাকাটায়, ধৃত ১২

মুর্শিদাবাদ পুলিশ সুপার অজিত সিং যাদব জানান, সিলু সেখ ও হাসিবুল ইসলাম মুর্শিদাবাদের বাসিন্দা বাকি দু’জন সালাম সেখ ও নূর মহম্মদ মালদার কালিয়াচকের বাসিন্দা। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও গুলি মালদার কালিয়াচক থেকে দুজনে নিয়ে আসে মুর্শিদাবাদের দুজনকে হস্তান্তরিত করার জন্য।

পুরসভা ভোটের আগে জেলা পুলিশের উদ্যোগে একের পর এক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হচ্ছে। জিজ্ঞাসাবাদের দরুন পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here