আক্রান্ত করোনা যোদ্ধা ! পাশে থাকার আশ্বাস জেলাশাসকের, ধৃত ৪ বিজেপি কর্মী

0
64

নিজস্ব সংবাদদাতা ,ঝাড়গ্রামঃ

এক শবর ‘করোনা যোদ্ধাকে’ মারধর করার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির চার নেতা-কর্মীকে। সাঁকরাইল থানার বাকড়া গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার পৌঁছানোর সময় ঘটনাটি ঘটেছে। জখম সমিত ওরফে সনু প্রামাণিক বর্তমানে তৃণমূলের ‘যুবযোদ্ধা’।

man | newsfront.co
আক্রান্ত করোনা যোদ্ধা ৷ নিজস্ব চিত্র

যুবযোদ্ধার উপর আক্রমণের খবর পেয়ে রাত ১২টা নাগাদ হাসপাতালে আসেন শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা প্রমুখ । চিকিৎসকদের সঙ্গে কথা বলে সনুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন সনু ।

villagers | newsfront.co
পাশে থাকার আশ্বাস ৷ নিজস্ব চিত্র

জখম সনুর মায়ের অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিস ধৃতদের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে । ধৃতরা হল, সুবোধ মাহাত, প্রশান্ত মণ্ডল, লালু মাহাত, জ্যোর্তিময় মাহাত। ধৃতদের বাড়ি বাকড়া গ্রামেই। ধৃতদের মধ্যে সুবোধ মাহাত বিজেপির বুথ সভাপতি। জানা গিয়েছে, সনু কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজনদের খাবার ও জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজ করে আসছিলেন। করোনা রোগীদের ‘সংস্পর্শে’ আসা সনু এলাকায় করোনা ছড়াতে পারে এই অভিযোগেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের কোভিড ১৯ হাসপাতালে চিকিৎসক নিগ্রহ

সাঁকরাইলের আক্রান্ত করোনা যোদ্ধার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। বুধবার দুপুরে সাঁকরাইলের বাকড়া গ্রামে যান জেলাশাসক। বাকড়া গ্রামে সমিত ওরফে সনু প্রামাণিকের বাড়িতে ছিলেন সনুর মা ও স্ত্রী। পরিবারের হাতে রিলিফ তুলে দেন জেলাশাসক। পরিবারের লোকজনের হাতে দীর্ঘক্ষণ কথাও বলেছেন তিনি ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here