মালদায় একদিনে ৪ শিশুর শরীরে মিলল করোনাভাইরাস, অজানা জ্বরে মৃত ১০

0
73

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থেকেই গেছে। আর কয়েকদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব লক্ষ্য করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে শিশুদের করোনা সংক্রমণের বিষয়টি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। মালদায় একদিনেই করোনা আক্রান্ত হয়েছে ৪ জন শিশু। গত তিন দিনে মোট ১৩ জন শিশুর শরীরে করোনা ভাইরাস মিলেছে।

Malda medical | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে শিশুদের মধ্যে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্ট আসছে নেগেটিভ। জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিত্রটাও একই। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনা প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, জ্বরের কারণ খুঁজতে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাইরাস প্যানেলে নমুনা পরীক্ষা করা হবে।

আরও পড়ুনঃ সোমবার থেকে মুম্বইয়ে খুলছে স্কুলের দরজা

শুধু তাই নয়, রোগীর উপসর্গের উপর ভিত্তি করে কী ধরনের চিকিৎসা করতে হবে সেই সংক্রান্ত খসড়া তৈরি করছে বিশেষজ্ঞ কমিটি। দ্রুত তা জেলাস্তরেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে। ভাইরাল প্যানেলে পরীক্ষা যথেষ্ট খরচসাপেক্ষ। তাই যদি কারোর প্রাথমিক পরীক্ষার পর কোভিড, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাস ধরা না পড়ে, তাহলে ভাইরাস প্যানেল করতে বলা হয়েছে রাজ্য স্বাস্থ্যভবনের তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here