শিলিগুড়িতে গাঁজা-সহ গ্রেফতার কলেজ ছাত্র

0
102

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়িতে গাঁজা সহ এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম রাজু রায়। সে কোচবিহার সদরের বাসিন্দা। এবং ওই যুবক মাথাভাঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র। মাথাভাঙ্গা কলেজের হোস্টেলে থেকে পড়াশুনা করে রাজু।

four college students arrested with ganja in siliguri | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

জানা গেছে যে, মঙ্গলবার রাতে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় বিহার যাবার বাসের জন্য অপেক্ষা করছিল রাজু রায়। সেই সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে সতেরো কিলো গাঁজা উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকার বেশি।

আরও পড়ুনঃ সেবকের কাছে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবোঝাই বাস

পুলিশ সূত্রে জানা গেছে যে, ওই যুবক উদ্ধার হওয়া গাঁজা ব্যাগে করে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অর্থের লোভে গাঁজার ব্যবসায় নেমেছিল রাজু জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে সে। ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here