মনিরুল হক, কোচবিহারঃ
ফের কোচবিহারে করোনায় আক্রান্ত আরও ৪ জন। জানা গেছে, ওই চারজনের মধ্যে কোচবিহার-১ ব্লকের একজন, বাকি তিনজন মাথাভাঙা-২ ব্লকের বাসিন্দা বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যে স্বাস্থ্য দফতরের গতকালের বুলেটিন অনুযায়ী, জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১২। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৬ জন। মোট অ্যাক্টিভ কেস ৫ টি।
প্রশাসন সূত্রে খবর, সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে কোচবিহার ১ ব্লকের আক্রান্ত ওই ব্যক্তি চিলকিরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি পেশায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস কন্ডাক্টর।
আরও পড়ুনঃ কুলতুলির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কোচবিহারে পথে নামল এসইউসিআই
গত ৪ জুলাই সকালে কিছু শারীরিক সমস্যা নিয়ে তিনি কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। ৪ জুলাইয়ের আগে তিনি নিয়মিতভাবে বাস কন্ডাক্টরের দায়িত্ব সামলেছেন। এদিন তার রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে বাকি তিনজন পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য তাঁদের কোচবিহারের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584