নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কিছুদিন আগে দাসপুর থানার সুপা গ্রামে টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হয় দুই কিশোরী।
দাসপুরে অ্যাসিড কান্ডে অভিযুক্ত স্বদেশ কুইলা নামে একজন আসামীকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। রবিবার অভিযুক্তকে ঘাটাল আদালতে তোলা হয়। আসামীকে সাত দিন পুলিশি হেপাজতের আবেদন করেন দাসপুর থানার পুলিশ। বিচারক সপ্তবর্না সেনগুপ্ত চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত কিছুদিন আগে টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার দুই কিশোরী। ঘটনাটি দাসপুর থানার সুপা গ্রামে ঘটেছিল। সোমবার রাতে প্রাইভেট টিউটরের কাছে পড়া শেষ করে সাইকেলে ফিরছিল ওই দুই ছাত্রী। সেই সময় গাছের আড়াল থেকে দুষ্কৃতীরা তাদের লক্ষ করে অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। আহত দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য ছাত্রীর মুখ অ্যাসিডে পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ টিউশন পড়ে ফেরার পথে অ্যাসিড আক্রমণের শিকার স্কুল পড়ুয়া
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় গত এক বছরে বেশ কয়েকটি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। গত মে মাসে ঘাটাল ও দাসপুরে একই দিনে অ্যাসিড হামলায় দুই মহিলা গুরুতর জখম হন। চার মাসের মাথায় ফের অ্যাসিড হামলার ঘটনা। তবে জেলায় অ্যাসিড আক্রমণের যে সব ঘটনা ঘটেছে, তার অধিকাংশই ঘটেছে ঘাটাল মহকুমা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584