ডান্সার্স ফোরামের উদ্যোগে চারদিনের কর্মশালা

0
81

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুরঃ

নৃত‍্যচর্চার আরও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উদ্যোগী হলো মেদিনীপুরের ডান্সার্স ফোরাম। মেদিনীপুরের ডান্সার্স ফোরামের উদ্যোগে চারদিনের নৃত্য কর্মশালার উদ্বোধন হলো শুক্রবার বিকেলে।

নিজস্ব চিত্র

বিদ‍্যাসাগর স্মৃতি মন্দিরে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের আইসিকিউ কো-অর্ডিনেট অধ্যাপক রাজেন্দ্র নাথ দত্ত, প্রধান​ অতিথি তথা এই কর্মশালার মুখ‍্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত‍্যকলা বিভাগের অধ্যাপক নৃত্য গবেষক ড.সুমিত কুমার বসু। এছাড়াও উপস্থিত ছিলেন অধ‍্যাপিকা তনুশ্রী পাল, অধ‍্যাপিকা মুনমুন পান,অধ‍্যাপক সুব্রত মাইতি, ফোরামের সম্পাদক রাজনারায়ণ দত্ত, সভাপতি সুতনুকা পাল প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। ডান্সার্স ফোরামের পক্ষে সম্পাদক রাজনারায়ণ দত্ত ও সভাপতি সুতনুকা পাল জানান,নৃত‍্য একটি সৃজনশীল প্রায়োগিক কলা,যার আঙ্গিক এবং প্রয়োগ পারস্পরিক সম্পর্ক যুক্ত,এই প্রয়োগের ক্ষেত্রে নানান পরিবর্তন লক্ষ্যণীয়,এই ভাবনা ও পরিবর্তন গুলির সঠিক রূপায়ণ ও মূল্যায়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন।

নিজস্ব চিত্র

ডান্সার্স ফোরামের পক্ষে ঈশিতা চট্টোপাধ্যায়, শতাব্দী চক্রবর্তী, দেবলীনা কোনাররা জানান এবারের কর্মশালায় বিশেষ আলোকপাত করা হবে মণিপুরী নৃত্য, রবীন্দ্রনৃত‍্যে মণিপুরী প্রভাব ও রবীন্দ্রনৃত‍্য ভাবনা এই বিষয়গুলির উপর। প্রশিক্ষণ শেষে সমস্ত শিক্ষার্থীকে শংসাপত্র প্রদান করা হবে। এই উপলক্ষ্যে এবং চারদিনের অর্জিত শিক্ষার প্রায়োগিক দিক তুলে ধরার জন্য আগামী ৪ঠা জুন সন্ধ্যায় জেলা পরিষদ হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন বিশিষ্ট সংগীতগুরু জয়ন্ত সাহা, পশ্চিম মেদিনীপুর জেলার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অনন‍্যা মজুমদার প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। চারদিনের এই কর্মশালাকে সফল করার জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না সোমা চট্টরাজ,সংঘমিত্রা পুরোহিত, ডালিয়া সাহু, শমীক সিনহা, শ্রাবণী দত্ত , ঈশিতা চট্টোপাধ্যায়, শতাব্দী চক্রবর্তী সহ ফোরামের সমস্ত সদস্য , সদস্যাগণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here