মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
আজ দশমী। মা দুর্গার বিদায়ের পালা। সারা দেশ জুড়ে এদিন দশেরা পালন করা হচ্ছে। এরই মাঝে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ২০ জনকে পিষে দিল একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুর এলাকায়। এখনও পর্যন্ত ঘটনায় মৃত প্রায় ৪ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা দুর্গার বিসর্জনের উদ্দেশে বেরিয়েছিলেন এক পুজো কমিটির সদস্যরা। জশপুর এলাকায় আচমকাই পিছন দিক থেকে একটি গাড়ি সজোরে এসে পিষে দেয় প্রায় ২০ জনকে। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নায়ে যাওয়া হয়েছে। এরপর গাড়িটিকে আটক করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
This is Chhattisgarh.
Vehicle runs over a Hindu religious procession in Jashpur.
CM @bhupeshbaghel is busy focusing on UP. pic.twitter.com/tIdBB8Hywv
— Ankur (@iAnkurSingh) October 15, 2021
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ঘটনার সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ২০-২৫ জন লোক। এমন সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা লাল রংয়ের একটি সুমো গাড়ি তাঁদের পিষে দেয়। এরপরই উত্তেজিত জনতা আটক করে ওই ঘাতক গাড়িটিকে।
শুধু তাই নয়, গাড়িটিতে আগুনও লাগিয়ে দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওই এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584