ওয়েবডেস্কঃ
২০০২ সালে গুজরাতের নারোদা পাটিয়া দাঙ্গার মামলায় অভিযুক্ত ৪ জন জামিন পেলেন। অভিযুক্ত চারজন হলেন, উমেশভাই সুরাভাই ভারওয়াড়, রাজকুমার পদ্মেন্দ্রসিং, যশবন্ত সিং রাজপুত এবং হষদ। আহমেদাবাদের নারোদা পাটিয়ার দাঙ্গায় ২০০২- এর ২৮ ফেব্রুয়ারি কমপক্ষে ৯৭ জন মুসলিমের মৃত্যু হয়। গতবছর গুজরাত হাইকোর্ট বজরং দলের নেতা বাবু বজরংকে কারাবাসের নির্দেশ দিলেও প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানীকে যথাযত প্রমাণের অভাবে মুক্তি দেয়।
বিচারপতি এ. এম. খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। সুপ্রিম কোর্ট জানায় যে ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে গুজরাত হাইকোর্টের রায় তর্ক সাপেক্ষ। টিআই প্যারেড না করেই পুলিশের সনাক্তকরণের ভিত্তিতে এই রায় দিয়েছিল গুজরাত হাইকোর্ট এবং সব অভিযোগই আনা হয়েছিল ৪৩৬ ধারায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584