নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
কথায় আছে রাখে হরি মারে কে! আর সেই প্রবাদই ক সত্যি হল গতকাল রাত্রিবেলা। গতকাল দিঘা থেকে গয়া যাওয়ার জন্য চারজন একটি ছোট সুইফট ডিজায়ার গাড়ি করে বেরিয়েছিলেন।
দিঘা থেকে বাঁকুড়া দিয়ে যাওয়ার পথে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানার শালী নদীর ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং টপকে পড়ে যায় গাড়িটি। নদীগর্ভে পড়ে গেলেও সবাই প্রাণে বেঁচে যান। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ কংগ্রেসের পুস্তিকায় প্রকাশিত সাভারকর-গডসের সমকামী সম্পর্ক, বিতর্ক তুঙ্গে
এরপর ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ এসে সবাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।
জানা গেছে, বাঁকুড়া রানীগঞ্জের উপরে গঙ্গাজলঘাটি থানার অমরকাননের এই দুর্বল সেতু দিয়ে দীর্ঘদিন ধরেই একটি-দুটি গাড়ি যাতায়াত করে। তবে এই চার ব্যক্তি ভাগ্যের জোরে বেঁচে যান সেদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584