নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত চার জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ চন্দ্রকোনার হাসপাতাল মোড়ের সামনে স্থানীয় এক ব্যাক্তি রাস্তার ধারে ফুল তুলছিলেন।সেই সময় ঘাটালের দিক থেকে একটি লরি ও উলটো দিক থেকে খড়্গপুর বর্ধমান রুটের একটি যাত্রীবাহী বাস আসছিল।
আরও পড়ুনঃ লরি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত ১
ওই ব্যাক্তিটি হঠাৎ করেই রাস্তার উপরে উঠে গেলে তাকে বাঁচাতে গিয়ে লরির চালক ডান দিকে পাশ কাটিয়ে নেয়। রাস্তায় বাঁক থাকায় উলটো দিকে থাকা বাসটিকে দেখতে না পেয়ে সোজা গিয়ে বাসটিকে ধাক্কা মারে।এই দুর্ঘটনার ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চার জন আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় চন্দ্রকোনা হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান,বাস ও লরির গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহায় পায়।পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা মেদিনীপুর চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584