নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগরঃ
বেপরোয়া গাড়ি চালানোর জেরে ম্যাজিক গাড়ির সঙ্গে টোটো গাড়ির ধাক্কা। পথ দুর্ঘটনায় ঘটনায় আহত ৪ টোটো আরোহী। সাগর থানার বামন খালী মাইতির মোড়ের ঘটনা।
অভিযোগ রুদ্রনগরের দিকে টোটো গাড়ি যাওয়ার পথে গঙ্গাসাগর গামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ি ওভারটেক করতে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়ি ম্যাজিক গাড়ির পিছনে ধাক্কা মারে। ঘটনার জেরে আহত হন টোটোর চার থেকে পাঁচ জন যাত্রী।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে ঋণের মামলা নিষ্পত্তিকরণে জাতীয় লোক আদালত দক্ষিণ দিনাজপুরে
ঘটনার পর সাগর বিধান সভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সহ তার দলের সমর্থকরা আহতদেরকে নিজের গাড়ি করে রুদ্রনগর হাসপাতলে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর যায় সাগর থানার পুলিশের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।
বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন মুড়িগঙ্গা ২নং গ্রাম পঞ্চায়েতের কোম্পানির চর গ্রামে দিদিকে বলো কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাঘী পূর্নিমা ঘিরে গাড়ির চাপ বেড়েছে তীর্থ যাত্রীদের উদ্দ্যশে। পুলিশকে বলা হয়েছে যথোপযুক্ত নিয়ন্ত্রন করে গাড়ি চালানো করা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584