মদ্যপ অবস্থায় প্রেমিকাকে অপহরনের চেষ্টা! বাধা দেওয়ায় রক্তারক্তি, আহত ৪

0
32

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জোর করে প্রেমিকাকে অপহরনের চেষ্টা প্রেমিকের। বাধা দেওয়ায় চার জনকে ছুরিকাহত করে চম্পট দিল প্রেমিক। ছুরির আঘতে প্রেমিকার কাকা ক্ষিতিশ বর্মনের অবস্থা আশংকাজনক। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। প্রেমিকার এক দাদা মনোজিত বর্মন সহ জখম অন্য দুই জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত প্রেমিকের খোজে তল্লাশি শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

Manojit Burman | newsfront.co
মনোজিত বর্মন, চিকিৎসাধীন। নিজস্ব চিত্র

রবিবার রাত সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ার শহরের নয় নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় প্রেমিকার বাড়িতে এই ভয়ংকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত পলাতক প্রেমিকের নাম চিরঞ্জিত সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার জংশনের ডি এস কলোনিতে। চিরঞ্জিত বিবাহিত। তার স্ত্রী ও পাঁচ বছর বয়সি একটি সন্তান রয়েছে।

injured person | newsfront.co
চিকিৎসাধীন আহত। নিজস্ব চিত্র

তিন বছর আগে শহরের বিধান পল্লী এলাকার কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় চিরঞ্জিতের। তারপর প্রেম শুরু হয়। দুই বাড়ির লোক একে অপরের বাড়িতে যাতায়াতও করে। কিন্তু কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রেমিকার বাড়ির লোকেদের অভিযোগ মেয়ে আগে জানত না প্রেমিক বিবাহিত।

আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইংরেজবাজারে পুড়ল পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুতুল

প্রেমিকার বাবা মিন্টু বর্মন বলেন, ” আমার মেয়ে আগে জানত না চিরঞ্জিত বিবাহিত। বিবাহিত জেনে সম্পর্ক থেকে পিছিয়ে আসতে শুরু করে মেয়ে। কিন্তু রবিবার সন্ধ্যার পর বাড়িতে এসে মেয়েকে অপহরনের চেষ্টা করে। তখন বাধা দিলে চাকু চালায় অভিজিত। তাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। ”

আরও পড়ুনঃ বালুরঘাটে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ

জানা গেছে, অভিযুক্ত প্রেমিক চিরঞ্জিতের একটি মোবাইল ছিল প্রেমিকার কাছে। রবিবার সাড়ে আটটা নাগাদ আকন্ঠ মদ্যপান করে প্রেমিকার বাড়িতে আসে প্রেমিক চিরঞ্জিত। তাকে জোর করে তুলে নিয়ে যেতে চায় সে। ঐ সময় প্রেমিকার বাড়ির দুই ভাড়াটিয়া, কাকা ও দাদা বাধা দিলে ছুরি চালায় চিরঞ্জিত। পুলিশ এখনো চিরঞ্জিতের খোঁজ পায়নি। ঘটনায় অপহরন ও খুনের চেষ্টার ধারায় মামলা শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here