নৈহাটিতে বাজি কারখানায় বিষ্ফোরণ, মৃত ৪

0
79

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে নৈহাটির দেবক ও দেবক সংলগ্ন এলাকায়। ওই চারজন ছাড়া আরও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি।

bomb blast | newsfront.co
ভস্মীভূত। নিজস্ব চিত্র

সূত্রের খবর, শুক্রবার দুপুরে বিস্ফোরণের বীভৎস আওয়াজে কেঁপে ওঠে দেবক এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। প্রায় তিন-চার কিলোমিটার দূর থেকেও শোনা যায় পর পর তিনটি বিস্ফোরণের আওয়াজ।

bomb rescue | newsfront.co
বাজি। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৈহাটির দেবক গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তার ফলাফল এত বেশি ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যায়।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বেলা ১২টা নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকী গঙ্গার ওপারেও শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। তার পরেই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

injured | newsfront.co
আক্রান্ত। নিজস্ব চিত্র

এরপর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল এসে পৌঁছায়।

bomb rescue | newsfront.co
উদ্ধার করা বাজি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ “আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত?”, মোদিকে প্রশ্নবাণ মমতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ফোরণের সময় বাজি কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন। তাঁদেরকে গুরুতর জখম অবস্থায় ব্যারাকপুর এবং নৈহাটির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) ধ্রুবজ্যোতি দে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বাসিন্দাদের কয়েকজন অভিযোগ করেছেন, ওই কারখানায় দেশি বোমা বানানো হতো। পুলিশের সন্দেহ কোনও বড় বিষ্ফোরণের প্রস্তুতি চলছিল সেখানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here