মহারাষ্ট্রে করোনায় মৃত ৮০০হিন্দুর দেহ সৎকার করে দৃষ্টান্ত স্থাপন ৪ মুসলিম যুবকের

0
116

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মানবতাই ধর্ম! মহারাষ্ট্রে করোনায় মৃত ৮০০ হিন্দুর দেহ সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করলেন ৪ মুসলিম যুবক।
করোনার সংকটে বিপর্যস্ত দেশ, প্রকোপ সবথেকে বেশি মহারাষ্ট্রে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার, মৃতদেহ সৎকার করতে হিমশিম খাচ্ছেন শ্মশান কর্মীরা। তাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদের দাহকার্য করছেন চার মুসলিম যুবক।

covid deaths | newsfront.co
ছবি সৌজন্যেঃ পিটিআই

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েই চলেছে , বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যের একাধিক শ্মশানে স্তূপীকৃত মৃতদেহের ভিড় সামলাতে নাস্তানাবুদ শ্মশান কর্মীরা। এই পরিস্থিতিতে সব ভুলে সাহায্য করতে এগিয়ে আসেন ৪ মুসলমান যুবক আব্দুল জব্বর, শেখ, আলীম ও আরিফ। মহারাষ্ট্রে অতিমারি শুরু হওয়া থেকে এখনো ৮০০টি কোভিড মৃতদেহ সৎকার করেছেন এই ৪ মুসলিম যুবক।

মহারাষ্ট্রের যবতমাল জেলায় করোনায় মৃত্যু হওয়া হিন্দুদের দেহগুলির শেষকৃত্য সম্পন্ন করেছেন এই ৪ মুসলমান যুবকই। পিপিই কিট ও মুখে মাস্ক পরে যাবতীয় হিন্দু রীতি পালন করে এই চারজন মুসলমান যুবকই করনার মৃত দেহগুলির শেষকৃত্য সম্পন্ন করেছেন। শ্মশানের কাজ কিছুক্ষণ থামিয়ে এই চারজনের একজন জানান যে করোনায় মারা যাওয়ার পর মৃতদেহগুলির কাছে পরিবারের লোকে সংক্রমণের ভয়ে সাধারণত আর আসেনা। তাই সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েও হিন্দু রীতি মেনে তাঁদের শেষকৃত্য করছেন এই কজনেই।

আরও পড়ুনঃ করোনায় প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা পদ্মবিভূষণ সোলি সোরাবজি

যবতমালের শ্মশানে এই চার মুসলিম যুবক গত ১৭ বছর ধরে কাজ করছেন,অন্য সময় মৃতদের পরিবারের লোকেই এগুলি করেন, কিন্তু এখন নিজেরাই করছেন পরিস্থিতি এমনই। তার জন্য কখনো নিজেরাও ভাবেননি যে হিন্দুদের দাহকাজ কেন ওনারা করবেন! ধর্ম কখনো মাঝে এসে বাধা হয়ে দাঁড়ায়নি। অতিমারি শুরু থেকে এপর্যন্ত মোট ৮০০ হিন্দু মৃতদেহ রীতি মেনে দাহ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু টিভি জার্নালিস্ট রোহিত সারদানার

এপ্রিলের শেষে মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। রাজ্যে সক্রিয় করোনা রুগির সংখ্যা ৬.‌৭ লক্ষ।
সরকার নির্দেশিত সতর্কতা মেনে চলার পাশাপাশি এই চার মুসলিম শ্মশান কর্মী বলেন, ‘‌আল্লার ওপর আস্থা রয়েছে তাই প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ করছি এবং মৃত্যুর আগে পর্যন্ত করে যাব।’‌

উল্লেখ্য, কিছুদিন আগে গুজরাতের এক শ্মশানে মুসলিম কর্মী অন্ত্যেষ্টিতে সাহায্য করার তীব্র প্রতিবাদ করেছিল বিজেপি তাদের দাবি ছিল হিন্দু ধর্মের রীতি না জেনে কিভাবে একজন মুসলমান হিন্দুদের রীতি না জেনে সৎকারে সাহায্য করতে পারে! মহারাষ্ট্রের এই চার মুসলমান যুবক প্রমাণ করে দিলেন সব পারা যায় যদি মন নিষ্কলুষ হয়, অন্তরে বিভেদের আগুন না থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here