নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এবারের বাজেটে ব্যাপকভাবে বেসরকারিকরণের পথে হাঁটার কথা জানিয়েছে কেন্দ্র। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারিকরণের উল্লেখও ছিল। আপাতত বাছাই তালিকায় চারটি ব্যাংককে তালিকাভুক্ত করেছে কেন্দ্র। এই চারটি ব্যাংক বেসরকারিকরণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির ভাবনা রয়েছে কেন্দ্রের, এমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে।
ব্যাংক বেসরকারিকরণের ক্ষেত্রে তীব্র রাজনৈতিক বিরোধিতা আসবে, তা বলাই বাহুল্য। কারণ কয়েক হাজার হাজার ব্যাংক কর্মীর চাকরি সংকটে পড়তে পারে। সেই কারণে আপাতত মাঝারি স্তরের ব্য়াঙ্কগুলি দিয়ে প্রক্রিয়া শুরু করতে আগ্রহী সরকার। যে চারটি ব্যাঙ্ককে শর্টলিস্ট করা হয়েছে সেগুলি হল ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগামী অর্থবর্ষে দুটি ব্যাংক বেসরকারিকরণের চেষ্টা করতে পারে সরকার। পরবর্তীতে আগামী কয়েক বছরে বড় কিছু ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটবে কেন্দ্র। তবে স্টেট ব্যাংকের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সত্ত্ব ধরে রাখবে সরকার। তবে অর্থমন্ত্রকের তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি এখনও।
আরও পড়ুনঃ দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ সুখেন্দু শেখর রায়ের
বেশ কিছুদিন ধরেই এনপিএ-র সমস্যায় ধুঁকছে ব্যাংকিং ক্ষেত্র। সেই জন্যই এই ক্ষেত্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। করোনার জন্য এনপিএ-র পরিমাণ আরও বাড়তে পারে। প্রথমে সরকার পরের বছর চারটি ব্যাংক বেসরকারিকরণের কথা ভাবলেও ইউনিয়নগুলির চাপের কথা ভেবে আপাতত দুটি ব্যাংক বেসরকারিকরণের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আন্দোলনে মৃত কৃষকদের সম্পর্কে নির্মম মন্তব্য বিজেপি মন্ত্রীর
এরমধ্যে ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী রয়েছেন ৫০ হাজার, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ৩৩ হাজার, ওভারসিজ ব্যাংকে ২৬ হাজার ও ব্যাংক অফ মহারাষ্ট্রে ১৩ হাজার কর্মী আছেন। সে কারণে সবচেয়ে আগে বেসরকারিকরণের জন্য ব্যাংক অফ মহারাষ্ট্র কেই বেছে নেওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হতে আরও ৫-৬ মাস লাগবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞেদের মত অনুযায়ী ছোটো ব্যাংকগুলি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে তেমন লাভবান হবে না কেন্দ্র। বরং পঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক অফ বরোদার মতো ব্যাঙ্কের বেসরকারিকরণ করলে অনেক বেশি রাজস্ব পেতে পারে সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584