নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নতুন করে করোনায় আক্রান্ত হলেন চারজন। আক্রান্তদের মধ্যে আট বছরের এক নাবালিকাও রয়েছে। জানা গিয়েছে, একজন আক্রান্তের বাড়ি রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের বিশাহার গ্রামে। বাকি দু’জনের বাড়ি কালিয়াগঞ্জ থানার কুনোরে। বিশাহারের যুবক মুম্বইয়ের একটি হোটেলে কাজ করতেন।
গত ২৬ মে তিনি ট্রেনে বাড়ি ফিরলেও শারীরিক পরীক্ষা করাননি বলে অভিযোগ। দিন চারেক আগে গ্রামের মানুষ জোর করে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে লালারস পরীক্ষার জন্য পাঠান। অন্যদিকে, কালিয়াগঞ্জ থানার কুনোর এলাকার বাসিন্দা মুস্তাফা আলি তাঁর স্ত্রী ও আট বছরের কন্যাকে নিয়ে দিল্লির চুনামুন্ডি এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
আরও পড়ুনঃ চিনা আগ্রাসনের বিরুদ্ধে পথে শিক্ষকরা
গত ১৮ জুন স্ত্রী ও আট বছরের মেয়েকে নিয়ে ট্রেনে চেপে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন মুস্তাফা। কুনোর হাসপাতালে তাঁদের লালারসের নমুনা নেওয়া হয়। এদিন মুস্তাফা আলির লালারসের রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর স্ত্রী ও আট বছরের মেয়ের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এদের প্রত্যেককেই রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪৭ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584