ওয়েবডেস্কঃ
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’এর নেতৃত্বে সুপ্রীমকোর্ট কলোজিয়ামের সুপারিশের ৪৮ঘন্টার মধ্যেই চার বিচারপতি নিয়োগের ব্যাপারে কেন্দ্রের ছাড়পত্র পেয়ে আজ শুক্রবার সকালে সম্পন্ন হল শপথ গ্রহণ। এই চার বিচারপতি হলেন জাস্টিস হেমন্ত গুপ্তা,জাস্টিস অজয় রস্তোগী, জাস্টিস এম. আর. শাহ ও জাস্টিস আর. সুভাষ রেড্ডি।জাস্টিস গুপ্তা, জাস্টিস রস্তোগী, জাস্টিস শাহ ও জাস্টিস সুভাষ রেড্ডি যথাক্রমে মধ্যপ্রদেশ হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, পাটনা হাইকোর্ট এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।
প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ সাংবাদিকদের জানান যে সুপারিশকৃত চার বিচারপতির ছাড়পত্রের ব্যপারে কেন্দ্রের দ্রুততায় তিনি বিষ্মিত।
উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ আদালতে আগে ছিলেন ২৪ জন বিচারপতি। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮’এ। যদিও এখনো ৪টি পদ শূন্য রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584