নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আবারও করোনার রিপোর্ট নেগেটিভ মিলল জেলায়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে পাঠানো বাকি ৪ জন রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার একথা জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ওই চার রোগীর নেগেটিভ রিপোর্ট আসার পর জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে এই নিয়ে মোট যে ৯ জন রোগীর করোনা পরীক্ষা করা হল, তাঁদের প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে।
আরও পড়ুনঃ সরকারি নিয়ম মেনে সুষ্ঠভাবে সুন্দরবনে চলছে লকডাউন, দাবি উন্নয়ন মন্ত্রীর
ফলে দাবি করা যেতেই পারে যে এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা করোনা মুক্ত রয়েছে। উল্লেখ্য, গত বুধবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা পাঁচ রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বুধবার মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, হু এবং আইসিএমআর-এর গাইডলাইন মেনেই ওই পাঁচ রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর ফলে যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584