লকডাউন ভেঙে বালুরঘাটে গ্রেফতার ৪

0
27

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনার সংক্রমণ রুখতে রাজ্যের জারি করা সাপ্তাহিক লকডাউন ভাঙায় বালুরঘাটে ৪ জন কে আটক করা হল । বৃহস্পতিবার সকালেই ৪ জনকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি অকারণে রাস্তায় বের হওয়া মানুষদের সতর্ক করেছে পুলিশ।

road | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন লকডাউন সফল করতে সকাল থেকেই বালুরঘাট শহরে লাঠি হাতে টহল দিতে দেখা যায় পুলিশকে।
এদিন সকালে বালুরঘাট শহরের খিদিরপুর থেকে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে অকারণে ভুটভুটি নিয়ে বের হওয়া ৩ জনকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ভুটভুটিও।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু দক্ষিণ দিনাজপুরে

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় ক্রমাগত বাড়ছে কোরোনার সংক্রমণ। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় ৩৪৮৭ জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এর মধ্যে ২৫৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে জেলায় কোরোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এমত অবস্থায় কোরোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। চলতি মাসে ৩১ আগস্ট ফের সম্পূর্ণ লকডাউন চলবে।

আরও পড়ুন: জলবন্দি তমলুক জেলা হাসপাতাল, দুর্ভোগ

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, সকাল থেকেই জেলায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। লকডাউন উপেক্ষা করে বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তাদের আটক ও গ্রেফতার করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here