বন্ধের মুখে জনপ্রিয় চার বাংলা ধারাবাহিক, ক্ষোভ

0
182

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ক্রমশ সংক্রমণ ছড়িয়ে পড়ায় লকডাউনের সময়সীমাও বাড়ানো হচ্ছে। টানা ২ মাস লকডাউনের কারণে প্রায় স্তব্ধ জনজীবন। করোনার প্রভাবে বিপর্যস্ত বিনোদন জগতও। লকডাউনের জেরে বিগত দেড় মাস ধরে টলিপাড়ায় বন্ধ শুটিং। ১৯ মার্চ থেকে সিনেমা হলগুলির শাটার নামানো। কত ছবির কাজ বাকি পড়ে রয়েছে। এহেন পরিস্থিতিতেই এল আরও এক দুঃসংবাদ।

tele serial | newsfront.co
প্রতীকী চিত্র

করোনার জেরে জনপ্রিয় চ্যানেলের চারটি বাংলা ধারাবাহিক বন্ধ হতে চলেছে। ১২ মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি দেন। আর সেইদিনই চারটি ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে ধারাবাহিকগুলি বন্ধ করে দেওয়ার কথা সাফ জানিয়ে দেয় চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ আজ মৃণাল জয়ন্তী

চ্যানেলের পক্ষ থেকে বলা হয় যে, এই অর্থকষ্ট নিয়ে ধারাবাহিকগুলি আর চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মৌখিকভাবে এ কথা ধারাবাহিকগুলির প্রযোজনা সংস্থাকে জানালেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে।

এমনিতেই লকডাউনের জেরে দৈনন্দিন পারিশ্রমিকের ভিত্তিতে যারা কাজ করেন, তারা ভীষণরকম সংকটের মধ্যে পড়েছেন। এই কঠিন সময় ধারাবাহিকগুলি বন্ধ হয়ে গেলে যে ক্ষতিগ্রস্থ হবেন জুনিয়র টেকনিশিয়ানরা, তা আর বলার অপেক্ষা রাখে না। করোনা পরিস্থিতির মধ্যে বড়সড় ক্ষতির মুখে পড়ল টলিউড ইন্ডাস্ট্রি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here