বঞ্চনার অভিযোগে ফালাকাটায় আদিবাসী গণ বিবাহ বয়কটের ডাক

0
74

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বঞ্চনার অভিযোগ তুলে আদিবাসী গণবিবাহ অনুষ্ঠান বয়কটের ডাক দিল উত্তরবঙ্গের চার আদিম জনজাতি রাভা, বোড়ো,গাড়ো ও টোটো। আগামী ২ ফেব্রুয়ারি আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে আয়োজিত আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

aboriginal peoples | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্ত ওই আদিবাসী গণবিবাহ অনুষ্ঠানে উত্তরবঙ্গের আদিম জনজাতি গাড়ো, মেচ, রাভা ও টোটো ডাক পায়নি বলে অভিযোগ উঠলো।এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি রাভাবস্তিতে এক বৈঠকে মিলিত হয় এই চার আদিম জনজাতির প্রতিনিধিরা।

rabi rava | newsfront.co
রবি রাভা ৷ নিজস্ব চিত্র

বৈঠক শেষে পশ্চিমবঙ্গ অল বোড়ো স্টুডেন্ট ইউনিয়নের উপদেষ্টা নলকুমার নার্জিনারী জানান, “যে নেপালিদের বিভিন্ন সম্প্রদায়ের জন‍্য ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, রাজবংশীদের জন‍্য বোর্ড রয়েছে, কিন্ত আমরা চার আদিম জনজাতি বোড়ো,রাভা,টোটো গাড়ো এদের জন‍্য কোনো বোর্ড নেই ৷

আমরা বারংবার দাবি জানিয়ে আসছি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছি কিন্ত আমরা বঞ্চিত থেকে গেলাম। তিনি আরও জানান আগামী ২ ফেব্রুয়ারি ফালাকাটাতে আদিবাসী গণবিবাহ অনুষ্ঠানে আমরা যোগদান করবো না। আমরা বয়কট করছি বলে আজ আমরা চারটে আদিম জনজাতির প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুনঃ নন্দীগ্রামে গণবিবাহ, শুভেচ্ছা বার্তা উপহার মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রবী রাভা জানান, “আমরা চারটি জনজাতি বঞ্চিত,আমাদের জনজাতি উন্নয়নের জন‍্য বহুদিন থেকে আমরা পৃথক ডেভেলপমেন্ট বোর্ড প্রদানের জন‍্য আবেদন করে আসছি কিন্ত আজ অবধি আমাদের পৃথক ডেভেলপমেন্ট বোর্ড করা হয়নি।

এছাড়া আগামী ২ ফেব্রুয়ারি আদিবাসী গণবিবাহ অনুষ্ঠান যেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসছেন সেই আদিবাসী গণবিবাহ অনুষ্ঠান আমরা আদিম জনজাতি হয়ে ডাক পায়নি তাই আমরা সেই গণবিবাহ অনুষ্ঠান বয়কট করছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here