নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ভারত-ভুটান সীমান্তের জঁয়গার ত্রিবেণীটোল এলাকায় এক মহিলা সহ চার আর্ন্তজাতিক ড্রাগ পাচারকারীকে গ্রেফতার করল জঁয়গা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি বিলাসবহুল এসইউভি গাড়ি।
ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে এনডিপিএস আ্যক্টে মামলা দায়ের করে চার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে জঁয়গা থানার পুলিশ। জঁয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এই ড্রাগ উদ্ধার জঁয়গা থানার বড় সাফল্য।
আরও পড়ুনঃ লাইটের গেট ভেঙে বিপত্তি বহরমপুরে
আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত গুরুং গ্রেফতার হল না কেন উঠছে প্রশ্ন
তিনি জানিয়েছেন ধৃতরা হলো কর্মা শেরপা (মহিলা), সোনম শেরপা ,রমেশ লামা ,শিব কুমার দর্জি। ধৃত সকলের বাড়ি জঁয়গাতেই। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ড্রাগ পাচারের ঘটানায় মূল অভিযুক্ত রমেশ লামা।
তার গাড়িটিই পাচারের ঘটনায় ব্যবহার করা হয়েছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় আট লাখ টাকা।” জানা গিয়েছে, বুধবার রাতে ধৃত মহিলা কর্মা শেরপা ত্রিবেণীটোল এলাকায় ওই ব্রাউন সুগার বিক্রি করতে আসে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ আগে থেকেই এলাকায় ওৎ পেতে ছিল। হাত বদলের সময় হাতেনাতে ওই মহিলাকে ব্রাউন সুগার সমেত ধরা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584