উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, উদ্ধার ৩

0
58

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ভরা বাজারে আচমকা ভেঙে পড়ল চারতলা বাড়ি! অবিশ্বাস্য হলেও এ ঘটনা সত্যি। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায়। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকার্য শুরু করেছে দমকল বাহিনী। এখনও পর্যন্ত মোট তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দু’জনই শিশু। আরও কয়েকজন বাসিন্দা আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে বর্তমানে দমকলের সাতটি ইঞ্জিন, চারটি অ্যাম্বুলেন্সও রয়েছে সেখানে।

Sabjimandi building collapsed
সৌজন্যেঃ এএনআই

দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় ওই বাড়িটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছু শিশু সহ অনেকেই ওই বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু করেছে দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দলও। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এভাবে আচমকাই বাড়ি ভেঙে পড়ার ঘটনা জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুনঃ টানা চার দিন ধরে বিধ্বংসী আগুনে পুড়ছে স্পেনের আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল

তিনি জানিয়েছেন, উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। গোটা ঘটনার উপর তিনি কড়া নজর রাখছেন। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবুও সরকারের পক্ষ থেকে সবরকমের সাহায্য করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here