শ্যামল রায়,নবদ্বীপঃ

নবদ্বীপ শহরের দক্ষিণ প্রান্তে গৌরাঙ্গ সেতুর কাছে ঘোষপাড়া থেকে ডাকাতির উদ্দেশ্যে আসা চার দুষ্কৃতীকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুষ্কৃতীদের কাছ থেকে একটি দেশি পাইপগান এক রাউন্ড তাজা কার্তুজ ও দুটি লোহার রড বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত চার দুষ্কৃতীর নাম পিন্টু সাহা বাড়ি দে পাড়ায়, আশীষ ঘোষ বাড়ি নবদ্বীপ শহরের নেতাজি সুভাষ রোড নিতাই সূত্রধর বাড়ি নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর ও স্বরূপগঞ্জের বাসিন্দা সুকান্ত অধিকারী।এখানে উল্লেখ থাকে যে বেশ কয়েক মাস যাবত নবদ্বীপ শহরের আশপাশ এলাকায় চুরির ঘটনা ঘটে যাচ্ছিলো এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল তাই অভিযোগের আঙুল তুলে ছিল পুলিশের দিকে।
পুলিশ নড়েচড়ে বসে এবং বেশ কয়েকদিন ধরে খবর খবর নিয়ে নবদ্বীপ থানার সাব-ইন্সপেক্টর সুজিত চক্রবর্তী নেতৃত্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করায় নবদ্বীপের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস বলেছেন কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। নিয়মিতভাবে এই ধরনের অভিযান দরকার। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584