পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ
তৃণমূল, আরএসপি, ও সিপিআইএম থেকে প্রায় ৪ হাজার কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করল। বুধবার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ বাস স্ট্যান্ড ও কুশমণ্ডিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে চার হাজার জন বিজেপিতে যোগ দেয়। সদ্য বিজেপিতে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক মানস সরকার, বিজেপি নেত্রী মাফুজা খাতুন।
আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালি করতে বুথ স্তর থেকে ব্লক স্তরে প্রচারাভিযান শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। সেই সংগঠনকে আরও মজবুত করতে জেলা জুড়ে চলছে বিজেপিতে যোগদান পর্ব। তৃণমূল থেকে বামফ্রন্ট সব দল থেকে বিজেপিতে যোগদান করছে।
এদিন ফের তৃণমূল ও আরএসপি এবং সিপিআইএম ছেড়ে ছয়শো পরিবারের প্রায় চার হাজার জন বিজেপিতে যোগদান করে। কেন্দ্র সরকারের কাজে উদ্বুদ্ধ হয়ে এদিন তারা বিজেপিতে যোগদান করেন সদ্য বিজেপিতে যোগদানকারীরা জানিয়েছেন।
এবিষয়ে জেলা বিজেপির অন্যতম সম্পাদক মানস সরকার জানান, এদিন কুমারগঞ্জের বিভিন্ন এলাকার ৬০০-৭০০ পরিবারের প্রায় চার হাজার জন তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করে।
অন্যদিকে এদিন কুশমণ্ডিতেও একটি অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584