সিবিএসই দশমের শীর্ষে একসঙ্গে চার মূর্তি

0
525

ওয়েবডেস্কঃ-

প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশমের ফল।৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে একসঙ্গে চার পরীক্ষার্থী। গুরগাঁও ডিপিএসের প্রখর মিত্তল, বীজনৌরের আরপি পাবলিক স্কুলের রিমঝিম আগরওয়াল, শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং কোচির ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি।

শীর্ষে চার

এবছর পাশের হার ৮৬.৭০%। এবারের প্রায় সব পরীক্ষার মত পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা আবারও।

৪৯৬(৯৯.২%) পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে ডিপিএস রুবি পার্কের ছাত্র সৌরিৎ সরকার। রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী অস্তর্থা দাস (৪৮৯) ।

রেজাল্ট

পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে cbse.nic.in, cbseresults.nic.in,results.nic.in ও results.gov.in ওয়েবসাইট থেকে।  সিবিএসই-তে রেজিস্টার করা ই-মেল আইডিতে নিজেদের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবে স্কুলগুলি। ওয়েবসাইটের পাশাপাশি UMANG মোবাইল অ্যাপেও জানা যাবে রেজাল্ট।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here