নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চার বছরের শিশুর শরীরে ধরা পড়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। শিশুপুত্রের সাথে তার মাকেও কোভিড হাসপাতালে রেখে চিকিৎসা শুরু হয়েছিল। জানা গিয়েছে, দিল্লিতে স্ত্রী, শিশু পুত্রকে সাথে নিয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ওই শিশুর বাবা৷ সেখান থেকে ইটাহার ফেরার পর পরিবারের তিন সদস্যের লালরস সংগ্রহ করা হয়৷
এরপর ১৪দিন বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে৷ ২৩ মে সকালে ওই শিশুর মা ও বাবার রিপোর্ট নেগেটিভ এলেও পজিটিভ রিপোর্ট আসে ওই শিশুর৷ এরপরেই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ করোনার থাবা পাহাড়ে,দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্ত ৫
শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় শিশুটির মা জানান, “সাতদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ পুরোপুরি সুস্থ হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি৷ করোনাকে ভয় করার কিছু নেই৷ সঠিক চিকিৎসা হলে প্রত্যেকেই সুস্থ হয়ে যাবেন।” চিকিৎসকরা জানিয়েছেন, দিল্লি থেকে ফেরার পর ওই শিশুর করোনা পজিটিভ রিপোর্ট আসে৷ চিকিৎসার পর এখন সে সুস্থ রয়েছে৷ বাড়িতে আরও ৭ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই শিশুটিকে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584