নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এবার মালদহে চার বছরের এক শিশু কন্যার শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এই শিশুর বাড়ি মালদহের রতুয়াতে। দিনের পর দিন মালদহে নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলছে। আরও ১০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে জেলায়।
মঙ্গলবার রাতে মালদহ মেডিকেল থেকে ১০ জনের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে হবিবপুরের দু’জন, রতুয়া ১ ও ২ নম্বর ব্লকের চারজন ছাড়াও হরিশ্চন্দ্রপুর, মানিকচক, গাজোল ও পুরাতন মালদহ ব্লকের একজন করে বাসিন্দা রয়েছেন। এদের মধ্যে রতুয়ার চাঁদপুরের বাসিন্দা এক আক্রান্তের মধ্যে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলেও বাকিরা উপসর্গহীন।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকের হাতধরে শালবনীতে প্রবেশ করোনার, আতঙ্কে স্থানীয়রা
চাঁদপুরের ওই যুবক কোয়ারেন্টাইন সেন্টারে থাকলেও বাকিরা সকলেই বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আক্রান্তদের পুল টেস্টে রিপোর্ট পজিটিভ আসার পর, ইন্ডিভিজুয়াল টেস্ট করে আক্রান্তদের হদিশ মিলেছে। আক্রান্তদের চিহ্নিত করে সংশ্লিষ্ট করোনা কেয়ার সেন্টার এবং কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584